• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভাব সিয়াম-হিমির 

     dailybangla 
    21st Mar 2025 12:08 am  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবারের ঈদের ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন।

    এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন একটি চমৎকার রোমান্টিক গান। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন এই দুই তারকা অভিনয় শিল্পী।

    জানা গেছে, সিয়াম-হিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

    এদিকে সিয়াম আহমেদ গানের সঙ্গে অভ্যস্ত না থাকলেও আগে থেকে সংগীতচর্চা করতেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন, তবে সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি।

    বলা যায়, টিভিতে গাওয়া এটিই তাদের প্রথম গান; যার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

    সিয়াম বলেন, ‘গান গাইতে আমি কখনোই অভ্যস্ত নই। কিন্তু হানিফ সংকেত এবং কবির বকুল আমাকে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গান গাইতে বললেন। তবে ঈদে দর্শকদের উপহারের কথা ভেবে গেয়েছি।’

    উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031