ইনবক্সে কুপ্রস্তাব, থানার নম্বর দিলেন জান্নাতুল পিয়া
বিনোদন ডেস্ক: আধুনিকতার এই যুগে সেলিব্রেটিরা তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের মতামত এবং ছবি প্রকাশ করে থাকেন। সে সব ছবিতে নানা মন্তব্যে করেন ভক্ত-অনুরাগীরা। এবার মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে সরাসরি ইনবক্সে কুপ্রস্তাব দিলেন একজন নেটিজেন।
পিয়ার পোস্টে দেখা যাচ্ছে―ওই ব্যক্তি নিজেকে এ অভিনেত্রীর ভক্ত দাবি করে লিখেছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’
এরপরই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’
মডেল পিয়াকে ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসআপ নম্বর দিন—প্লিজ।’
মডেল পিয়া অবশ্য এসব মেসেজের নির্দিষ্ট কোনো জবাব দেননি। তবে শেষ মেসেজের পর একটি ফোন নম্বর দিয়েছেন তিনি, যেটি রাজধানী ঢাকার গুলশান থানার নম্বর।
এদিকে পিয়ার এ পোস্ট নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনেকেই পিয়ার ভক্তের এমন ঘটনা নিয়ে ব্যাপক রসিকতা করছেন। কেউ কেউ আবার বলছেন, কারও আবেগ নিয়ে এমনটা করা মোটেও ঠিক নয়। একজন লিখেছেন, ‘সব দূর্বলরা এভাবে ম্যাসেজ দিলে আপনার ইনবক্সে তো বন্যা হয়ে যাবে।’
বিআলো/শিলি