• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর উদ্যোগে স্কুলের নিরাপত্তা বাউন্ডারি 

     dailybangla 
    07th Dec 2025 12:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ‎আর্তমানবতার সেবা এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপনে নিবেদিত বৃহত্তম আন্তর্জাতিক মহিলা সংস্থা হিসেবে ‘ইন্টারন্যাশনাল ইনার হুইল’ (আইআইডব্লিউ)-এর অবদান বিশ্বনন্দিত। ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিপন্ন ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে চলেছে সংস্থাটি। বর্তমানে আইআইডব্লিউ’র এক লাখেরও বেশি সদস্য বিশ্বের ১০০টিরও বেশি দেশে মানবিক সেবায় নিয়োজিত। এরই ধারাবাহিকতায়

    ‎সম্প্রতি ঢাকার পূর্বাচল এলাকায় প্রধান সড়ক সংলগ্ন ইউসুফগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্ঘটনাটা এড়াতে ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তা বাউন্ডারি দেওয়া হয়েছে। ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর যৌথ উদ্যোগে এই মানবিক উদ্যোগটি নেয়া হয়েছে। স্কুলের বাচ্চাদের নিরাপত্তার জন্য এই উদ্যোগের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন ক্লাবের সদস্যরা।

    ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর ডিস্ট্রক্ট চ‍েয়ারম‍্যান জেসরিনা হায়দার, ডিস্ট্রিক্ট সেক্রেটারী সারা মাহমুদা বিশাখা, সানরাইজ এর প্রেসিডেন্ট সালমা পারভিন, ফরমার প্রেসিডেন্ট তাহমিনা চৌধুরী ও সদস্যরা। আরোও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের ২১জন প্রসিডেন্ট এবং ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

    কার্যক্রম প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বলেন, “আমরা ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর এই উদ্যোগকে স্বাগত জানাই। এই বাউন্ডারি দেওয়ার ফলে স্কুলের বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত হবে।”
    ‎ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর সদস্যরা বলেন, “আমরা স্কুলের বাচ্চাদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি, এই বাউন্ডারি দেওয়ার ফলে স্কুলের বাচ্চারা নিরাপদে পড়াশোনা করতে পারবে।”

    ‎ক্লাব কর্তৃপক্ষ ক্লাবের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্যে যারা এ কার্যক্রমে অনুদান প্রদান করেছেন, তাদের প্রতি জানান আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ ডিস্ট্রিক্ট ৩২৮ এর সদস্যদের ধন্যবাদ জানান।

    ‎বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031