ইন্টারনেট বন্ধের ব্যাখ্যা কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক
নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট বন্ধের বিষয়ে গণমাধ্যমে দেওয়া নিজের বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারকদের সামনে তার সেই বক্তব্য পড়ে শোনানো হয়।
শুনানিতে একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা নিয়ে সালমান এফ রহমানের সঙ্গে পলকের কথোপকথনও উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লাগার অজুহাত দেখিয়ে ইন্টারনেট বন্ধের দায় ছাত্র-জনতার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছিল। বাস্তবে এটি তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই করা হয়।
প্রসিকিউশনের দাবি, এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি জারি না হওয়ায় তা পিছিয়ে যায়। পরে তাকে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিন প্রসিকিউশন আরও জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধির আবেদন শিগগিরই চেম্বার আদালতে তোলা হবে।
বিআলো/শিলি



