ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলতে পারে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার হজ ব্যবস্থাপনা যেকোনো দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। এই দুই দেশের অভিজ্ঞতা প্রয়োগ করা গেলে বাংলাদেশের হজযাত্রীরাও কম খরচে হজ করতে পারবেন এবং এর ইতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতিতেও পড়বে।
আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে “সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ হজ একাডেমি।
ড. খালিদ হোসেন জানান, ইন্দো-মালয়েশিয়ান মডেলে ক্ষুদ্র সঞ্চয়ভিত্তিক একটি কাঠামো রয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ ধাপে ধাপে অর্থ সঞ্চয় করে নির্দিষ্ট সময়ে হজে যেতে পারেন। এভাবে স্বল্প আয়ের মানুষও হজ পালনের সুযোগ পান। পাশাপাশি এ ধরনের সঞ্চয় কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকসমূহের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্ববত হোসাইন এবং ড. মুফতি ইউসুফ সুলতান। তাঁরা দুটি অধিবেশনে মোট তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বিআলো/তুরাগ