ইন্স্যুরেন্স খাতের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে বিআইএফ-এর কার্যনির্বাহী সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ বুধবার বিকাল ৩টায় রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার পিপলস ইন্স্যুরেন্স ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। সভায় ইন্স্যুরেন্স খাতের নীতিমালা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স), সেক্রেটারি জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম (সেনা ইন্স্যুরেন্স), জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান (জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স), ফাইন্যান্স সেক্রেটারি এম এম মনিরুল আলম (বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স) প্রমুখ।
এছাড়া মো. গিয়াস উদ্দিন (ট্রাস্ট ইসলামী লাইফ), ড. এ কে এম সারোয়ার জাহান জামীল (রিপাবলিক ইন্স্যুরেন্স), মো. আবদুল মতিন সরকার (স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স), মো. ইমাম শাহীন (এশিয়া ইন্স্যুরেন্স), কাজী মোকাররম দস্তগীর (ইসলামী কমার্শিয়াল), হাসান তারেক (ইষ্টার্ণ), বায়োজিদ মুজতবা সিদ্দিকী (ঢাকা), মুহাম্মদ নুরুল আলম চৌধুরী (সাউথ এশিয়া), চৌধুরী গোলাম ফারুক (নর্দার্ণ ইসলামী) এবং মো. সামছুল আলম (প্রাইম ইসলামী লাইফ) সহ আরও অনেকে সভায় অংশ নেন।
সভায় ইন্স্যুরেন্স খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও নীতি সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিআলো/তুরাগ