• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র বর্ষাযাপন ও নবীনবরণ 

     dailybangla 
    17th Jul 2025 5:08 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র উদ্যোগে ঘরোয়াভাবে ‘বর্ষাযাপন ও নবীনবরণ অনুষ্ঠান ১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

    সংগঠনটির সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন,”ছয়টি ঋতু ঘুরে ঘুরে এসে আমাদের প্রকৃতিকে রঙে, গন্ধে, স্পর্শে প্রতিনিয়ত করে তোলে নবীন। প্রতিটি ঋতুরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব ছন্দ। তবে এদের মধ্যেও বর্ষা যেন এক ভিন্ন আবেশে, এক রহস্যময় মোহনায় আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আর এই বর্ষাকে কবিতার মাধ্যমে সাদরে সম্ভাষণ জানাতেই আমাদের আজকের এই একেবারেই ঘরোয়া আয়োজন “বর্ষাযাপন ও নবীন বরণ-১৪৩২” অনুষ্ঠান। বর্ষার স্নিগ্ধ পরশে যখন প্রকৃতি নিজেকে ধুয়ে-মুছে নতুন করে সাজায়, ঠিক তখনই আমাদের প্রিয় পরিবারে যোগ দিচ্ছে একঝাঁক নতুন মুখ, নতুন স্বপ্ন। তাদের জন্য এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিক সূচনা নয়,এ এক আবেগময় যাত্রার প্রারম্ভ, এক নতুন অধ্যায়ের সূচনা।আজকের এই ঘরোয়া আয়োজনে আমরা কবিতার মাধ্যমে বর্ষার মাধুর্য ও নবীনদের আগমনী উচ্ছ্বাসকে এক সুতোয় গেঁথে সাজিয়েছি একসাথে। বর্ষার মতোই তারা আনবে সতেজতা, প্রাণবন্ততা আর সম্ভাবনার বৃষ্টি।”

    উপস্থিত ছিলেন ‘আবৃত্তি আবৃত্তি’র আজীবন সদস্য রেজাউল করিম বিপ্লব,সাবেক সভাপতি ও আজীবন সদস্য গোলাম রব্বানী,সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য আবু রায়হান,আজীবন সদস্য নিরব বিশ্বাস,আজীবন সদস্য জান্নাতুল ইসবা বিথী এবং আজীবন সদস্য আবদিম মুনিব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা, সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সাগর সহ সংগঠনের বর্তমান এবং নবীন সদস্যরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930