ইবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি সাকিব, সম্পাদক ফাহিম
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম মাহমুদ।
বুধবার (৩০ জুলাই) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি: মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার, শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সাইদ আফ্রিদী, ইকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: আজাদ হুসাইন, অর্থ সম্পাদক: মনিরুজ্জামান তুহিন, প্রচার সম্পাদক: আবিদ হাসান ইমতিয়াজ, নারী বিষয়ক সম্পাদক: আফরিন খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইয়ামিন হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক: আসাদ হুসাইন, তৃপ্তি লতা ঘোষ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু সুফিয়ান, এবং আরও অনেকে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ৪০ জনের অধিক শিক্ষার্থী বিভিন্ন পদে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফাহিম মাহমুদ বলেন, আমাকে দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।
সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন, ছাত্রদের কল্যাণে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো। যশোর জেলার শিক্ষার্থীদের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই।
বিআলো/এফএইচএস