ইবিতে রক্তিমার নুতন নেতৃত্বে সোহরাব-ফারহানা জুটি
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার ২০২৫-২৬ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আল ফিকহ্ অ্যান্ড ‘ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন। রবিবার (১৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সদ্য সাবেক সভাপতি সিরাজুম মুনিরা এবং সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল, রক্তদান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন। নবনির্বাচিত সভাপতি সোহরাব বলেন, রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বিআলো/ইমরান