ইবির আইন ও প্রকৌশল অনুষদে নতুন ডিন নিয়োগ
ড. নাজিমুদ্দিন ও ড. আতিকুর রহমান দায়িত্ব নেবেন আগামী একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি অনুষদে নতুন ডিন নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন যথাক্রমে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং অল-ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।
শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে পূর্ববর্তী ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এই নিয়োগ কার্যকর করা হয়।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. আতিকুর রহমান জানিয়েছেন, “আমি নিয়োগ সম্পর্কে অবগত হয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে যোগদান এখনও হয়নি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে যোগদান করব।”
আইন অনুষদের নতুন ডিন ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘ সময়ের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাই আমার প্রধান কর্তব্য। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা চালিয়ে যাবো।”
উল্লেখ্য, এর আগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক, এবং আইন অনুষদের সাবেক ডিন ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, যাদের মেয়াদ ২০ ডিসেম্বর শেষ হয়।
বিআলো/তুরাগ



