ইবির জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’-এর নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এই বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল আজহারী। এছাড়াও সংগঠনের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বড় সংখ্যায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরবর্তীতে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে—
সভাপতি: শফিউল আলম (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ২০২০-২১)
সাধারণ সম্পাদক: সদরুল আমিন সাইম (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, ২০২০-২১)
মডারেটর: মোসাব্বির আহমদ (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০২০-২১)
দায়িত্বপ্রাপ্ত সভাপতি শফিউল আলম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের ঐতিহ্যবাহী জেলাকল্যাণ সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ শুধু একটি সংগঠন নয়, এটি একটি সিলেটি পরিবার। বিভিন্ন সামাজিক কার্যক্রমেও আমরা সক্রিয়ভাবে অংশ নিই। এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই।”
সাধারণ সম্পাদক সদরুল আমিন সাইম বলেন, “জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র মাধ্যমে আমরা সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি দেশব্যাপী পরিচিত করার পাশাপাশি সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখব।”
বিআলো/তুরাগ



