ইবির লালন শাহ হলে ছাত্রশিবিরের আন্তব্লক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আন্তব্লক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হলের দক্ষিণ ব্লক ২য় তলা, রানার-আপ হয় উত্তর ব্লক ২য় তলা এবং তৃতীয় স্থান অর্জন করে উত্তর ব্লক ৩য় তলা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হল ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ লালন শাহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। প্রাথমিক চারটি ম্যাচের পর অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং পরবর্তীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উত্তর ব্লক ২য় তলা দক্ষিণ ব্লক ২য় তলার জন্য ৮৭ রানের লক্ষ্য নির্ধারণ করে। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে লক্ষ্য অর্জনে সফল হয় দক্ষিণ ব্লক ২য় তলা দল। বিজয়ী দলের শাকিল ফাইনালে সর্বোচ্চ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে ২ হাজার টাকা, রানার্সআপকে দেড় হাজার, এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ১ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিজন খেলোয়াড়কে মেডেল এবং দুই দলকে ট্রফি দেওয়া হয়।
এসময় হল ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল ইসলাম বলেন,
> “একই হলে থেকেও অনেক শিক্ষার্থী একে অপরকে চেনে না। পরিচয় ও ভ্রাতৃত্ববোধ শক্ত করার জন্যই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন, “খেলাধুলা আমাদের শেখায় সহমর্মিতা, টিমওয়ার্ক ও ভ্রাতৃত্ব। শরীরিক সুস্থতার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় চর্চার মাধ্যমে আত্মিক উন্নয়ন করাও জরুরি। সুস্থ দেহ ও নৈতিক মানসিকতার সমন্বয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “ইবি ছাত্রশিবিরকে কেন্দ্র করে নানা নেতিবাচক ট্যাগ দেওয়া হয় যা দুঃখজনক। আমরা টেন্ডারবাজি বা দখলদারি করি না; আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। তাই আমাদের বিষয়ে কারো মনে প্রশ্ন থাকলে যাচাই করে দেখুন।”
বিআলো/তুরাগ



