• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবি ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে ছাত্র সংগঠনগুলোর শোক  

     dailybangla 
    20th Aug 2025 4:11 am  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদস্য সচিব মো. মাসুদ রুমি মিথুনের মা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, খেলাফত ছাত্র মজলিসসহ ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।

    মঙ্গলবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক আহমদ ও সাধারণ সম্পাদক জুনায়েদ খান জানান, মাসুদ রুমী মিথুনের মায়ের ইন্তেকালে আমরা অত্যন্ত মর্মাহত। তিনি ছিলেন এক স্নেহময়ী ও দানশীলা অভিভাবক। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

    এদিকে শাখা ছাত্রশিবিরের প্রকাশিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী। নেতৃবৃন্দ বলেন, মাসুদ রুমী মিথুনের সম্মানিতা মায়ের ইন্তেকালে আমরা একজন কল্যাণকামী অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

    শাখা ছাত্রদলের এক শোকবার্তায় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুনের মমতাময়ী মা মোছাঃ দিলরুবা খানম (আনুমানিক ৬৫) অদ্য ১৯ আগস্ট, ২০২৫ খ্রিঃ দুপুর ০১ ঘটিকার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরিবার মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি

    ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ মাসুদ রুমী মিথুনের মায়ের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোকাহত আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য ও শক্তি কামনা করুন।

    উল্লেখ্য, গত ১২ আগস্ট রাজধানীর উত্তর বাড্ডায় এএমজেড হাসপাতালে ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুনের মায়ের হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১:০০ টায় তিনি মৃত্যুবরণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031