• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘টর্চ লাইট’ মিছিল 

     dailybangla 
    18th Jul 2025 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শাখা ছাত্রশিবিরের ডাকে ‘টর্চ লাইট’ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

    মিছিলে তাদের “লাশ নিয়ে রাজনীতি চলবে না, চলবে না”, “প্রশাসনের তালবাহানা চলবে না, চলবে না”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, আমাদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, সিসি টিভি ক্যামেরা নিশ্চিত করো, করতে হবে ” পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

    হাসানুল বান্না অলি বলেন,”সাজিদের রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। সদর হাসপাতালের ডাক্তার বলেছে পোস্টমর্টেম রিপোর্ট আসতে আড়াই মাস সময় লাগবে। আমরা আগামী ২ দিনের মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা করে তদন্তের নামে মুলা ঝুলিয়ে দেয়। আমরা কেউ সাজিদের মতো হতে চাই না। আমরা তার রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।”

    শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন,”সাজিদ আব্দুল্লাহ’র মৃত্যুকে নিয়ে কোনো রাজনীতি চলবে না, কোনো টালবাহানা চলবে না। যদি সুষ্ঠু তদন্ত না হয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন অচল করে দেয়া হবে। ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা কেন নিশ্চিত করা হয় নাই? কেন কেন্দ্রীয় মসজিদের পিছনে লাইটিং করা হয় নাই? এর পিছনে রহস্য কি আপনাদের ব্যাখ্যা দিতে হবে। টাকা না থাকলে বলুন- আমরা ভিক্ষা করে দিবো। আপনারা হেডাম দেখিয়ে ক্ষমতায় আসেননি। শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই শিক্ষার্থীদের রক্তের উপর বসে আছেন। আপনারা তাদের তোয়াক্কা করছেন না। শিক্ষার্থীদের দাবি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। বড় ভাই রাজনীতি সিস্টেম আর চলবে না।

    শুধু এখানে-সেখানে বক্তব্য দেয়া প্রশাসনের কাজ নয়। শিক্ষার্থীদর নিরাপত্তা নিশ্চিত সহ সুবিধা-অসুবিধা দেখা প্রশাসনের কাজ। যদি শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা না বুঝেন তাহলে এমন এক আন্দোলন গড়ে তোলা হবে যাতে প্রশাসন টিকতে পারবে না। ইকসু নিশ্চিত করতে হবে তাহলে প্রশাসন হবে শিক্ষার্থীবান্ধব। নাহলে প্রশাসন শিক্ষার্থীবান্ধব হবে না। আগামীকাল থেকে শিক্ষার্থীদের দাবি আদায়ে যে আন্দোলন হবে ইসলামী ছাত্রশিবির সবসময় সাথে থাকবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031