ইবি সায়েন্স ক্লাবের বিদায় সংবর্ধনা, স্থায়ী কার্যালয়ের প্রতিশ্রুতি উপাচার্যের
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞানমনাদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, ক্লাবের উপদেষ্টা ও বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ। এ ছাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিক রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, সাবেক সভাপতি নিরব হোসেন রনি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক জুনাইদুল মুস্তফাসহ ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইবি সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলোকে এগিয়ে নিয়ে যাবে।” তিনি অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর প্রশংসা করেন।
এ সময় উপাচার্য ক্লাবের কার্যক্রম গতিশীল করতে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিবন্ধন প্রাপ্ত হওয়ায় ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অস্থায়ী কক্ষ এবং পরবর্তীতে নির্মাণাধীন একাডেমিক ভবনে একটি স্থায়ী কক্ষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
বিআলো/তুরাগ