• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপিত 

     অনলাইন ডেক্স 
    13th Dec 2025 5:46 pm  |  অনলাইন সংস্করণ

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। শত বছরের গৌরবময় এই অর্জনকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

    “এসো মিলি শেকড়ের টানে”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।

    উল্লেখ্য, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক শতাব্দী ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছে।

    শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা।

    দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন। আবেগ, আনন্দ ও নস্টালজিয়ায় ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

    শতবর্ষ উৎসবের অংশ হিসেবে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি দর্শনার্থীদের মুগ্ধ করে।

    অংশগ্রহণকারীদের মতে, শতবর্ষের এই উদযাপন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস উদযাপন নয়; বরং এটি একটি অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও স্মৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031