ইমন খানের কণ্ঠে ‘বকুল তলায় রুপারে তুই’, পরিচালনায় সোহেল খান
রূপা আমি ভালো নেই’ খ্যাত ইমন খানের নতুন চমক
বিনোদন প্রতিবেদক: এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন। কোটি শ্রোতার প্রিয় এই শিল্পী এবার এনেছেন ‘বকুল তলায় রুপারে তুই’ শিরোনামের গান, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে এইচ এইচ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন হানিফ মোহাম্মদ, সুর ও সংগীতায়োজন করেছেন পূর্ণ মিলন। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন মাহিন খান ও এস পি সাথী। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা মো. সোহেল খান। প্রযোজনায় রয়েছে এইচ এইচ মাল্টিমিডিয়া।
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমন খান বলেন—“গান তো সবসময় করি, তবে এবারের গানটি একেবারেই ভিন্ন ধরনের। শ্রোতারা এবার অন্যরকম স্বাদ পাবেন। গানের কথাগুলো অসাধারণ। ভিডিও নির্মাণ করেছেন প্রতিভাবান তরুণ নির্মাতা সোহেল খান। আশা করি, সবার ভালো লাগবে।”
মডেল মাহিন খান জানান—“গানের কথাগুলো সত্যিই ভালো লেগেছে। ইমন ভাইয়ের কণ্ঠে দারুণ হয়েছে গানটি। আমার বিপরীতে কাজ করেছেন এস পি সাথী, আমাদের রসায়নটাও দারুণ হয়েছে।”
অন্যদিকে এস পি সাথী বলেন—“বকুল তলায় রুপারে তুই’ দারুণ রোমান্টিক একটি গান। মাহিন খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, অভিজ্ঞতাটা অসাধারণ। দর্শক-শ্রোতাদের ভালো লাগবেই।”
গানটির পরিচালক সোহেল খান বলেন—“ইমন ভাইয়ের কণ্ঠের গানটি অসাধারণ। ভিডিওতে মাহিন খান ও এস পি সাথীর জুটি চমৎকার কাজ করেছেন। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখে কাজটি নির্মাণ করেছি। আশা করছি, শ্রোতা-দর্শক গান ও ভিডিও দুটোই উপভোগ করবেন।”
বিআলো/তুরাগ