• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইমরানের সমর্থকদের বিক্ষোভ, উত্তাল পাকিস্তান 

     dailybangla 
    26th Nov 2024 6:04 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কয়েক ডজন লোক হতাহত হয়েছেন। সোমবার এ সংঘর্ষ বাঁধে। কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) এসব তথ্য জানিয়েছে।

    খানের মুক্তির দাবিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল এবং অবস্থান ধর্মঘটের আহ্বানের পর কর্তৃপক্ষ গত দুই দিন ধরে দেশে নিরাপত্তা লকডাউন কার্যকর করেছে।

    সোমবার ইসলামাবাদের উপকণ্ঠ এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন অন্তত ১১৯ জন।

    ২২টি পুলিশ যানে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার। তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

    পিটিআই বলছে, তাদের বহু কর্মী আহত হয়েছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার পেছনে যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

    গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। জেলে যাওয়ার পর থেকেই তার দল বেশ কয়েকবার বড় ধরনের কর্মসূচি দিয়েছে।

    তার দল জানিয়েছে, কারাবন্দি এ নেতার তৃতীয় স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সোমবার রাতে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছায়।

    সেখানে অবশ্য আগে থেকেই কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিক্ষোভ মিছিল ঘিরে ইমরানের চার হাজারের বেশি সমর্থকের গ্রেপ্তার হওয়ার খবর জানা গেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031