ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে চলমান বিক্ষোভে সহিংসতা বাড়তে থাকায় সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর যদি ইরানি নিরাপত্তা বাহিনী গুলি চালায় বা হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইরানের রিয়ালের রেকর্ড দরপতনের পর থেকে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা পঞ্চম দিনের বিক্ষোভের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য এল। ইতোমধ্যে সহিংসতায় অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তেহরান, ইসফাহান, লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারসসহ বহু অঞ্চলে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই বিক্ষোভকে ইরানি জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে ইরানের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং পারমাণবিক কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করা হয়।
বিআলো/শিলি



