ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইউরোপের সম্মিলিত যুদ্ধের অভিযোগ
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় দেশগুলো একযোগে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। তার দাবি, পশ্চিমা শক্তিগুলো ইরানকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতে আবার হামলা হলে তেহরান আগের চেয়ে আরও শক্ত জবাব দেবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটির সামরিক বাহিনী বর্তমানে জনবল ও সরঞ্জামের দিক থেকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। তিনি দাবি করেন, এই সংঘাত আশির দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে।
এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন-ইসরাইলি চাপ মোকাবিলায় ইরানের যুবসমাজই প্রধান শক্তি। তার মতে, এই লড়াই শুধু পারমাণবিক ইস্যু নয়, বরং বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান।
বিআলো/শিলি



