ইরানের সঙ্গে এক সপ্তাহও যুদ্ধ টিকতে পারবে না ইসরাইল: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরাইল ইরানের বিরুদ্ধে এক সপ্তাহও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম নয়। তিনি দাবি করেন, গত জুনে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি শাসকগোষ্ঠী শাস্তি পেয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ইমাম খোমেনি সমাধিস্থলে বসিজ স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে গালিবাফ বলেন, ওই যুদ্ধে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়; জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে।
তিনি বলেন, মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকলে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ; আর জনগণ পাশে না থাকলে ক্ষেপণাস্ত্রও যুদ্ধক্ষেত্রে কার্যকর হবে না।
গালিবাফের দাবি, ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর হাতে ইসরাইল এবং তাদের মার্কিন সমর্থকরা পরাজিত হয়েছে। যুদ্ধের প্রথম দিনের ক্ষতি ছাড়া বাকি ছয় দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট (জেডি ভ্যান্স) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংঘাত থামানোর চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন ছাড়া ইসরাইল ইরানের সঙ্গে এক সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে পারবে না।
১২ দিনের যুদ্ধে ব্যর্থতার পরও শত্রুপক্ষ মনস্তাত্ত্বিক যুদ্ধসহ বিভিন্ন কৌশলে জনগণকে ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জনগণকে ইসলামি প্রতিষ্ঠানের পাশে রেখে শত্রুকে মোকাবিলাই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি- জানান স্পিকার।
বিআলো/শিলি



