ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সাথে সরাসরি আলোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ এপ্রিল) আকস্মিকভাবে তিনি এ ঘোষণা দেন। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এই আলোচনা সরাসরি হবে না, হবে পরোক্ষ। এদিকে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প।
এ বিষয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এই আলোচনা ব্যর্থ হয়, তাহলে ইরান বড় বিপদের মধ্যে পড়বে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের করা দাবি প্রত্যাখান করে ইরান। ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু ইরান সেই প্রস্তাব না মেনে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার কথা জানায়।
ওয়াশিংটন সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের সময় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সাথে সরাসরি আলোচনা করছি, এবং তারা তা শুরু করেছে। এটি শনিবার পর্যন্ত চলবে। আমাদের একটি বড় বৈঠক হবে দেখা যাক কী হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি সবাই একমত যে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করাই সবচেয়ে ভালো হবে।’
তিনি আরও বলেন, শনিবার ইরানের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। তবে এর বেশি তিনি কিছু জানাননি। আলোচনা কোথায় হবে তাও প্রকাশ করেননি ট্রাম্প। তবে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ওমানে উচ্চ-স্তরের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যস্থতায় আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেন ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র সংঘাতের চেয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতেই তিনি পছন্দ করবেন।
সোমবার ওভাল অফিসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং যদি চুক্তি নিয়ে এই আলোচনা সফল না হয় তবে আমি আসলে মনে করি এটি ইরানের জন্য খুব খারাপ হবে।
তবে ইরান দাবি করে, পারমাণবিক অস্ত্র নয়, তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক নাগরিকদের কল্যাণের জন্য।
এছাড়া ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য তেহরানের প্রস্তাবের প্রতি মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি