ইরানের হাতে আটক ইউএই থেকে রওনা দেওয়া তেলবাহী ট্যাংকার
আর্ন্তজাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি তেলবাহী বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে রওনা হয়ে সিঙ্গাপুরগামী এই ট্যাংকারটি শুক্রবার (১৪ নভেম্বর) সকালে থামিয়ে দেওয়া হয়।
আইআরজিসির দাবি, জাহাজটি আইন ভঙ্গ করে উচ্চ সালফারযুক্ত জ্বালানি পরিবহন করছিল। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
বিবিসির খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশের পর তিনটি ছোট নৌকা ট্যাংকারটিকে ঘিরে ফেলে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রির মতে, এ সময় ট্যাংকারটি হঠাৎ দিক পরিবর্তন করে।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বক্তব্য, শুক্রবার সকালে শারজাহের খোরফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর থেকেই জাহাজ ও ক্রুদের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর জানায়, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ঘটনাটি নিশ্চিত করে ওই সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



