ইরানে একাধিক স্থানে ইসরায়েলের হামলা, নিহত পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা
তাবরিজ রিফাইনারিতে হামলার খবর অস্বীকার, পাল্টা হামলায় ইসরায়েলে তিনজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। শনিবার (১৪ জুন) সকালে ইরানের পূর্ব আজারবাইজান, খোররামাবাদ ও কেরামানশাহ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল থেকেই এসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা ইরানে “ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ” লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে ইস্ট আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অবস্থিত তাবরিজ রিফাইনারি’র জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের কোনো স্থাপনার ওপর আক্রমণ করা হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পরিশোধনাগারের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলেও জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা। এর আগে গতকাল শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়।
ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।
এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম।
বিআলো/সবুজ