ইরানে পরিবর্তনের সময় এসেছে: রেজা পাহলভি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি বলেছেন, দেশটির জনগণ দীর্ঘদিনের দমন-পীড়নের অবসান চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার আশা করছে। ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ট্রাম্পের বক্তব্য ইরানের আন্দোলনরত জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলন ৪৬ বছরের দমনমূলক শাসনের অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ করেছে।
পাহলভির মতে, একসময় যুক্তরাষ্ট্র ও ইরানের যে সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা এনেছিল, তা পুনর্গঠনের সুযোগ রয়েছে। তিনি বলেন, ইরানের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রূপান্তরের পরিকল্পনাও তার রয়েছে।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে ইরানের বিভিন্ন প্রদেশে চলমান বিক্ষোভ ইতোমধ্যে সংঘর্ষ ও প্রাণহানিতে রূপ নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
বিআলো/শিলি



