ইরানে সহিংস বিক্ষোভ, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
রয়টার্সের বরাতে জানা গেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর তথ্য যাচাই করেছে। দুই সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ। ইরান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো সংখ্যা প্রকাশ করেনি।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, হামলা হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ঘাঁটি বৈধ লক্ষ্য হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে সামরিক ও কূটনৈতিক বিকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে সামরিক হামলা থেকে শুরু করে নিষেধাজ্ঞা জোরদারের কথাও আলোচনায় রয়েছে।
এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরান থেকে তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে ইরানি কর্তৃপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিআলো/শিলি



