ইরানে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর ইরানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। যার ফলে ভূপৃষ্ঠের উপর সম্ভাব্য প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একই দিনে তাজিকিস্তানে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১৬০ কিলোমিটার গভীরে ছিল।
এর আগে জুন মাসে উত্তর ইরানের সেমনান অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটি ঘটেছিল ১০ কিলোমিটার গভীরে।
বিআলো/শিলি