ইরান হামলায় নিজের ভূমিকা স্বীকার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ইরান আক্রমণের দায় স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেওয়া এক প্রকাশ্য বক্তৃতায় তিনি বলেন, “ইরানে ইসরাইলের প্রথম হামলার পুরো দায়িত্ব ছিল আমার কাঁধে।”
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ইরানে ইসরাইলের বিমান হামলার সময় ওয়াশিংটন নিজেদের দায়মুক্ত রাখার চেষ্টা করেছিল। কিন্তু এখন ট্রাম্প প্রকাশ্যে সেই অভিযান নিয়ে কৃতিত্ব দাবি করছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “ইসরাইলের প্রথম আক্রমণটি ছিল অত্যন্ত শক্তিশালী। সেটি ছিল ইসরাইলের এক বিশাল সাফল্যের দিন।”
এই মন্তব্য ট্রাম্প এমন এক সময় করলেন, যখন তিনি রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টার বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইসরাইলের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিশোধ ছিল ভয়াবহ। মাত্র ১২ দিনের মধ্যেই দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়।
বিআলো/শিলি



