• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইশরাকের প্রতিদ্বন্দ্বী হতে চান হিরো আলম 

     dailybangla 
    30th Jul 2025 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হিরো আলম বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

    বুধবার (৩০ জুলাই) হিরো আলম জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো।

    এই পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতোটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। সবকিছুই নির্ভর করছে জনগণের ওপর। তারা চাইলে জাতীয় নির্বাচনেও অংশ নেবো। আপাতত মেয়র নির্বাচন নিয়ে ভাবছি।

    তিনি আরও বলেন, অনেকে ফোন দিয়ে উৎসাহ দিচ্ছেন, আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই।”

    ঢাকা-১৭ উপনির্বাচন (২৩ জুলাই ২০২৩): স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণের দিন তার ওপর হামলার ঘটনা ঘটে এবং তিনি নির্বাচন বাতিলের আবেদন জানান নির্বাচন কমিশনে।

    বগুড়া-৪ আসনে ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে। বগুড়া-৬ আসনে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসানের কাছে।

    জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান বলে জানান হিরো আলম। তিনি মনে করেন, জনগণ যদি চায়, তবে তিনি যেকোনো পর্যায়ের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031