‘ইশরাক ইশরাক’ স্লোগানে বন্ধ নগর ভবন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ডিএসসিসির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা।
৩ জুন (মঙ্গলবার) বিকেল ৩ ঘটিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ব্যাংক ফ্লোরে ”ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃনং ঢাকা -৩২৫৬ এর উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এস এম মোশাররফ হোসেন মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির সংগ্রামী ও আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন – প্রধান অতিথি জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি সাবেক কমিশনার মকবুল ইসলাম টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক -সাবেক কমিশনার আঃ কাদের, সাবেক মহিলা কাউন্সিলর শামসুন্নাহার, সাবেক মহিলা কাউন্সিলর খালেদা আলম, যুবদল কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক মুকিদুল আহসান রঞ্জু, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরীর আহবায়ক সুমন ভূঁইয়া, ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।
আরো বক্তব্য রাখেন- ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাজমুল হাসান মানিক, বেলায়েত হোসেন বাবু, মোঃ মনির হোসেন, কামাল হোসেন, মোঃ কাইয়ুম, আঃ রহিম, আলতাব হোসেন সরদার, মোঃ মানিক মিয়া প্রমূখনেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ