ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বিরুদ্ধে জবাবদিহিতার দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তানবুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি ইরানের ওপর ইসরাইলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
তিনি ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধে ওআইসির শক্ত অবস্থান ও আইসিজে ও আইসিসির মাধ্যমে বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন এবং আইসিজেতে চলমান মামলায় ওআইসির সহযোগিতা ও মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে তিনি মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বিআলো/তুরাগ