ইসরাইলের বিধিনিষেধে গাজায় মানবিক সংকট তীব্র
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের পদক্ষেপের কারণে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বোমাবর্ষণ ও অবরুদ্ধ অবস্থা তীব্র হওয়ার কারণে সাধারণ মানুষ খাবার, পানি, ওষুধসহ জরুরি পণ্যের তীব্র সংকটে ভুগছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজাবাসীর জন্য প্রাপ্ত সহায়তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ১০ অক্টোবরের পর থেকে তারা প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সাহায্য সরবরাহ করেছে, যার বড় অংশই খাদ্যপণ্য। তবে ইসরাইলের নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার কারণে মানুষের চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব হয়নি।
আল-কারারা ও কারেম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে কিছু সীমিত সহায়তা গাজায় প্রবেশ করলেও উত্তর গাজা ও মিশর সীমান্ত থেকে সরাসরি প্রবেশ এখনও বন্ধ। বেসরকারি সংস্থাগুলোরও তাত্ক্ষণিক প্রবেশাধিকার নেই।
যুদ্ধবিরতির পর জাতিসংঘ প্রায় ১০ লাখ মানুষের জন্য খাদ্য বিতরণ করেছে, তবে তা গাজার সব মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। বিশ্ব খাদ্য কর্মসূচি সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। বিশেষ করে উত্তরের ক্রসিং বন্ধ রাখার কারণে সেখানকার মানুষের সংকট তীব্র হয়ে উঠেছে।
ইসরাইলের বিধিনিষেধের প্রভাবেই গাজার মানুষ এখনো তীব্র খাদ্য, পানি ও ওষুধের অভাবে ভুগছে। বেশিরভাগ বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে, এবং মানুষের থাকার উপযুক্ত স্থান নেই।
বিআলো/শিলি



