ইসরাইলের বেন-গুরিয়নে বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইয়েমেন সশস্ত্র বাহিনী হুতি। তারা জানিয়েছে, হাইপারসনিক ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে বহু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে, তেল আবিবের কাছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
তিনি বলেন, এই হামলার কারণে লাখ লাখ ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে এই অভিযানকে ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সারি ইসলামী ও আরব দেশগুলোকে গাজার সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গাজার জনগণের বিরুদ্ধে অব্যাহত অবরোধ এবং রক্তাক্ত অপরাধের কথা তুলে ধরেছেন।
তিনি নিশ্চিত করেছেন, গাজায় আগ্রাসন শেষ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে,ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গুশ দান অঞ্চল এবং অধিকৃত আল-কুদের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল।
একই সূত্র বেন গুরিওন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২ স্বীকার করেছে, এটি গত ৪৮ ঘন্টার মধ্যে ইয়েমেন থেকে অধিকৃত অঞ্চলের দিক থেকে নিক্ষেপ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্র।
বিআলো/শিলি