• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি: আমিনুল হক 

     dailybangla 
    09th Apr 2025 6:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে। মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি করবে।

    আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গনহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোন যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদের ও কাম্য নয়।

    এসময় আমিনুল হক বলেন, ইসরায়েলি ইহুদীবাদীদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী,পুরুষ,শিশু,বৃদ্ধসহ বাড়ী ঘর ও বেসামরিক সকল স্থাপনা। এমনকি হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি।আমরা এই নির্মমতা বর্বরতা নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    তিনি বলেন, যারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে,আঘাত করছে, তাদের কোন পন্য আমরা ব্যবহার করতে পারিনা।আমরা ইতিমধ্যেই ইসরায়েলি পণ্য বর্জন করেছি।তবে বর্জনের নামে যারা ভাংচুর ও লুটতরাজ করছে এটাকে কোন অবস্থাতেই সমর্থন করা যাবে না। ভাংচুর ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    অন্তবর্তী সরকারের ভিতরে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন,বিএনপি বাংলাদেশে একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদূর করার লক্ষ্যে আমাদের সকলকে ঐকবদ্ধ হতে হবে।

    যৌথ সভায় বক্তব্য দেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ,তুহিরুল ইসলাম তুহিন,আফাজ উদ্দিন,শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু,মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

    এছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল সদস্যবৃন্দ এবং ২৬ টি থানা ৭১ টি ওয়ার্ড ও সকল ইউনিট বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930