ইসরায়েল বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হয়েছে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণ দিয়েছেন। জানিয়েছেন দেশের বর্তমান সংকট মোকাবিলায় দুটি মূল লক্ষ্য। একইসঙ্গে ইসরায়েলের পাশে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু বলেন, আমরা ধারাবাহিকভাবে যোগাযোগ রাখছি। গতরাতেও আমাদের মধ্যে আলাপ হয়েছে।
তিনি স্বীকার করেন, সম্প্রতি ইরানি হামলায় ইসরায়েল ‘অনেক ক্ষতি ও বেদনাদায়ক ক্ষতি’র সম্মুখীন হয়েছে। তবে তিনি আশ্বাস দেন, দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।
ভাষণে তিনি গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের কথা উল্লেখ করে এবং বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়।
এদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। জর্ডানের সংবাদমাধ্যম রয়্যাল নিউজের বরাতে জানা যায়, বুধবার রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দীর্ঘ পরিসরের সেজ্জিল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ১২টি মিসাইল ধ্বংস করেছে।
আইআরজিসি আরও জানায়, ইসরায়েলের আকাশ শূন্য করে দেয়া হয়েছে-যাতে আমাদের মিসাইল ও ড্রোনের পথ খোলা থাকে।
বিআলো/শিলি