ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ঐক্য: মুসলিম ভোটে ডেমোক্র্যাটদের জয়
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে মুসলিম ভোটারদের বিপুল অংশ ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন।
ইসলামবিদ্বেষী বক্তব্য ও ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি ক্ষোভ থেকে এই প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।
সংস্থার বুথফেরত জরিপে দেখা যায়, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি মুসলিম ভোটারদের ৯৭ শতাংশের সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমি পেয়েছেন ৯৫ শতাংশ ভোট।
জরিপে আরও দেখা গেছে, মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীদের নয়, বরং ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীদের প্রতিও আস্থা রেখেছেন।
সিএআইআরের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তাঁদের মধ্যে ৩৮ জন বিজয়ী হয়েছেন।
সংস্থাটি বলছে, এই ফলাফল মার্কিন মুসলিমদের নাগরিক অংশগ্রহণের নতুন অধ্যায় সূচিত করেছে। সূত্র: আল-জাজিরা
বিআলো/শিলি



