• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসলামের নামে রাষ্ট্র নয়, মানবতার রাষ্ট্রই ইসলামের রাজনৈতিক দর্শন 

     dailybangla 
    18th Jul 2025 6:57 am  |  অনলাইন সংস্করণ

    ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তবে সেই জীবনব্যবস্থাকে রাষ্ট্রের নামের সাথে জুড়ে দিয়ে দখলদারির পদ্ধতি প্রতিষ্ঠা করা বা রাজনৈতিক হাতিয়ার বানানো কখনোই ইসলামের প্রকৃত উদ্দেশ্য নয়-এমনটাই মত বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ আল্লামা ইমাম হায়াতের।

    তার মতে, ইসলামের প্রকৃত রাজনৈতিক দিকনির্দেশনা হলো-মানবতার রাষ্ট্র। অর্থাৎ এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে। ইসলামকে ‘রাষ্ট্রের নাম’ বানিয়ে কেবল মুসলিমদের রাষ্ট্র গঠনের চিন্তাধারা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। আল্লাহর নবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও মানবতার মুক্তির দূত হিসেবে পাঠানো হয়েছে, কেবল একটি জাতি বা গোষ্ঠীর রাষ্ট্রপ্রধান হিসেবে নয়।

    আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের নামে রাষ্ট্র গঠনের প্রচলিত চিন্তা আসলে ইসলামকে সংকীর্ণ গোষ্ঠীস্বার্থের মধ্যে আবদ্ধ করার এক ধ্বংসাত্মক পদ্ধতি। এতে ইসলামের মহত্ত্ব ও সার্বজনীনতার বদলে ইসলাম ক্ষমতালোভী গোষ্ঠীর দখলে চলে যায়। ফলে ক্ষমতার রাজনীতির মোড়কে ইসলামের নামে ইসলামের মূল শিক্ষা ধ্বংস করা হয়।

    তিনি আরও উল্লেখ করেন, ইসলাম মানুষের উপর বলপ্রয়োগ করে চাপিয়ে দেয়ার কোনো ধর্ম নয়। ইসলাম হলো উপলব্ধির ধর্ম, জ্ঞানের ধর্ম, স্বাধীন চিন্তার ভিত্তিতে হৃদয়ের স্বীকৃতি দিয়ে গ্রহণ করার ধর্ম। ফলে ইসলামের নামে রাষ্ট্র বানালে, সেটি ইসলাম প্রতিষ্ঠা নয় বরং ইসলামকে রাজনৈতিক প্রতারণার শিকার করার নামান্তর।

    আল্লামা হায়াতের মতে, আজকের বিশ্বে ইসলামের নামে গড়ে ওঠা বহু দল বা রাষ্ট্রব্যবস্থা আসলে ইসলামের প্রকৃত শত্রু। তিনি স্পষ্ট করে বলেন, সালাফিবাদ, শিয়াবাদ, ওহাবিবাদ, তালেবান, মওদুদিবাদ প্রভৃতি কেবল ইসলামের নামে ইসলামের বিরুদ্ধ মতবাদ চালানোর উপায়। প্রকৃত ইসলাম এসব গোষ্ঠী ও মতাদর্শের সঙ্গে সম্পর্কিত নয়।

    তার মতে, ইসলামের মূল রাজনৈতিক দর্শন হলো খেলাফতে ইনসানিয়াত-অর্থাৎ মানবতার প্রতিনিধিত্বশীল রাষ্ট্রব্যবস্থা, যেখানে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা সমভাবে প্রতিষ্ঠিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই রাষ্ট্রের অধিবাসী হবে। ইসলাম সেই রাষ্ট্রের ভিত্তি হবে মানবতার মূল্যবোধের আলোকে-not ক্ষমতার বল বা আইন করে চাপিয়ে দিয়ে।

    আল্লামা ইমাম হায়াতের ভাষায়, রাষ্ট্রের নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দ যুক্ত করা ইসলামের প্রকৃত শিক্ষা নয়, বরং এটিকে একটি দখলদার শ্রেণির হাতিয়ার বানানোর অপচেষ্টা। ইসলাম কোনো দলের ধর্ম নয়, কোনো রাজনৈতিক গোষ্ঠীর মতবাদ নয়। বরং সত্য ও মানবতার মুক্তির পথ হিসেবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন স্বাধীন, নিরপেক্ষ এবং জ্ঞানভিত্তিক পরিবেশের-যেখানে মানুষ নিজের হৃদয় দিয়ে ইসলাম উপলব্ধি করবে, জোর করে চাপিয়ে দেয়া হবে না।

    শেষ কথায়, আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই ইসলামের প্রকৃত প্রতিষ্ঠা। ইসলামের নামে রাষ্ট্র বানানোর চিন্তা আসলে ইসলামকে ধ্বংস করে দিয়ে ইসলামের নামে প্রতারণা করার শামিল। মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র। ক্ষমতার রাজনীতিতে ইসলামকে ব্যবহার করা মানে ইসলামকে রাজনৈতিক লাশ বানিয়ে ফেলা।

     

    লেখক: আল্লামা ইমাম হায়াত

    বিআলো;এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031