ইসলামের প্রশ্নে আপসহীন, তবে কোনো রাজনীতিকের তাঁবেদারি করি না: ছারছিনা পীর
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে যে কোনো শক্তির বিরুদ্ধেই কথা বলার ঘোষণা দিয়ে ছারছিনা পীর শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন বলেছেন, তারা কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের তাঁবেদারি করেন না।
রোববার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহর আয়োজনে এক ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে বা অবস্থান নেয়, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা একমাত্র আল্লাহর গোলামি করি এবং ইসলামের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করি।”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলামী মূল্যবোধের অবদান তুলে ধরে ছারছিনা পীর বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—আইয়ুব খানের শাসনামলে সেনাবাহিনীর পোশাকে শালীনতা ফিরেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ইসলামী ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং এরশাদের শাসনামলে শুক্রবার রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘোষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলের অন্ধ সমর্থক নই, আবার অন্ধ বিরোধিতাও করি না। যেখানে ইসলাম ও ইসলামী মূল্যবোধ সম্মান পায়, আমরা সেখানে ইতিবাচক ভূমিকা রাখি।”
মাহফিলে বাউফল উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. ইসমাইলের সভাপতিত্বে এবং মাহফিল কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. হেমায়েত বিন তৈয়ব।
এ ছাড়া বক্তব্য দেন ছারছিনা দীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. মফিজ উদ্দীন এবং ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু ওয়াকার।
মাহফিল শেষে জিকির ও তালিম পরিচালনা করেন জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব মাওলানা শাহ আবু বকর মো. নেছারুল্লাহ।
বিআলো/ইমরান



