ইসলাম গ্রহণে প্রথম ব্যক্তি ও শ্রেণি সমূহ
নিজস্ব প্রতিবেদক: ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন মহানবীর (সা.) স্ত্রী উম্মুল মুমিনীন হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)। নবুয়্যত অবতীর্ণ হওয়ার পর যখন মহানবী (সা.) আতঙ্কিত হয়ে খাদিজার কাছে যান, তখন হজরত খাদিজা (রা.) তাকে সান্ত্বনা দেন এবং নিজের অন্তরের ঈমানের সাথে ইসলাম গ্রহণ করেন।
পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর সিদ্দীক (রা.)। নবুয়্যত প্রাপ্তির পর মহানবী (সা.) তাকে প্রথম ইসলামের দাওয়াত দেন। আবু বকর (রা.) কোনো দ্বিধা ছাড়াই ইসলামে প্রবেশ করেন এবং পরবর্তীতে অন্যদেরও ইসলামে আহ্বান জানান।
শিশু ও কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আলী ইবনে আবি তালিব (রা.), যিনি তখন ৮–১১ বছরের বালক ছিলেন। মহানবী (সা.) তাকে ইসলামের উদ্দেশ্য ও শিক্ষার সঙ্গে পরিচয় করান।
মুক্তিপ্রাপ্ত দাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন জায়েদ ইবনে হারেসা (রা.)। হজরত খাদিজা (রা.) তাকে মহানবীর (সা.) জন্য উপহার দিয়েছেন এবং নবুয়্যত লাভের পর তিনি প্রথম দাস হিসেবে ইসলামে প্রবেশ করেন। পরবর্তীতে জায়েদ (রা.) মহানবীর ইসলামী প্রচারে গুরুত্বপূর্ণ সহযোগী হন।
এভাবে ইসলামের প্রথম গ্রহণকারীদের মধ্যে নারী, পুরুষ, শিশু এবং দাস—প্রতিটি শ্রেণিতে আলাদা নেতৃত্ব ও উদাহরণ লক্ষ্য করা যায়।
বিআলো/এফএইচএস