• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “ইসলাম বিক্রির রাজনীতি বরদাশত করবে না বিএনপি: আমিনুল হক” 

     dailybangla 
    20th Sep 2025 8:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

    তিনি বলেছেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ প্রতারণার মাধ্যমে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এ ধরনের অপপ্রচার বিএনপি কখনোই মেনে নেবে না।

    শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক অভিযোগ করে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, বোরখা পরিহিত কিছু নারী ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছু নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না।

    তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের সাথে বসতে হবে, তাদের সমস্যা শুনতে হবে, এবং বুঝাতে হবে কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অগ্রাধিকার পাবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

    বিএনপি নেতা আরও বলেন, বিএনপি সবসময় দৃশ্যমান রাজনীতি করে, দিনের আলোয় রাজনীতি করে। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা কেবল নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়। তিনি মনে করিয়ে দেন, গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মুক্ত হাওয়ায় হাঁটার সুযোগ এসেছে। এ অর্জনকে কাজে লাগিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

    শুধু লিফলেট বিতরণ নয়, সরাসরি জনগণের আস্থা অর্জনের ডাক দিয়ে আমিনুল হক বলেন, মানুষের সাথে কথা বলতে হবে, তাদের আস্থা তৈরি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং জনগণ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।

    সভায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামানের সঞ্চালনায় জ্যেষ্ঠ নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদসহ মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930