ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে আজকে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহনে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহনকে ৪০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক,নীলাচল পরিবহনে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় ৪০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনাকালে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়।
বিআলো/তুরাগ