ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা, স্টেশনে চাপ
নিজস্ব প্রতিবেদক: পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। বুধবার (১১ জুন) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
এবার ঈদুল আজহার ছুটি দীর্ঘ হওয়ায় ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে ঢাকা ফিরছেন। আর আরামদায়ক ও নিরাপদ যাত্রার জন্য বেশিরভাগই বেছে নিচ্ছেন ট্রেন।
কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ফিরতি ট্রেনে করে আসা যাত্রীরা রাজধানীতে ফিরছেন। ভিড় থাকলেও ট্রেনযাত্রা তুলনামূলক আরামদায়ক বলেই মনে করছেন অনেকে।
সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে কর্মজীবী মানুষদের আসতে এবং যেতে দেখা গেছে। ঈদের আগে যানজট ও ভোগান্তির কারণে অনেকেই বাড়ি যেতে পারে নাই। এখন তারাই গ্রামের বাড়িতে ও বিভিন্ন পর্যটক এলাকা ঘুরতে যেতে দেখা গেছে।
জামালপুর থেকে আশা এক যাত্রী হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের লম্বা ছুটি পেয়ে ট্রেনে করে বাড়িতে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এবং কোরবানি দিতে। যেহেতু ঢাকা ফিরতে হবে সেজন্য একটু আগেভাগেই চলে এসেছি।
তিনি বলেন, যাতায়াতের কোনো ভোগান্তি হয়নি, খুব আরামদায়কভাবে জামালপুর গিয়েছিলাম আবার ট্রেনে করে ফিরে এসেছি। বেশিরভাগ ট্রেনে নির্দিষ্ট সময়ে ছাড়ার কারণে এবারের ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি হয়নি।
সিলেট থেকে আসা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঢাকায় একটি ছোট চাকরি করি আগামী শুক্রবার ও শনিবার অনেক ভিড় থাকতে পারে সেজন্য একদিন আগেই চলে এসেছি। তবে এবারের ঈদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতার কারণে সড়কে তেমন যানজটের সৃষ্টি হয়নি। খুব আরাম করেই বাড়ি গিয়েছিলাম এবং ভালোভাবে ঢাকায় ফিরে আসলাম। রাস্তায় কোনোরকম ভোগান্তি দেখি নাই আসার পথে কোথাও যানজটের ও সৃষ্টি হয় নাই।
মুদি দোকানদার আউয়াল বাংলানিউজকে বলেন, ঈদে মানুষের ভিড় থাকায় কোথাও যাইনি। এখন সপরিবার নিয়ে কিশোরগঞ্জে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছি। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে একটু আরাম করে যাওয়া যাবে।
মো. রাকিব, জাহেদুল আলম, রফিক সাইয়াম সাকিব আল ফয়সাল সিদ্দিক বলেন, আমরা ছয় বন্ধু কক্সবাজারের ট্রেনের টিকিট না পেয়ে কমলাপুর রেলস্টেশনে এসেছি এখান থেকে টিকিট করে সিলেট যাচ্ছি। সিলেটের সুন্দর জায়গাগুলো দেখার জন্য ছয় বন্ধু রওয়ানা হয়েছি। সিলেটের সুন্দর এলাকাগুলো ঘুরে দেখাই আমাদের মূল উদ্দেশ্য।
আজ কমলাপুর রেলস্টেশন থেকে তিতাস কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে গেছে সকাল ৯টা ৪৫ মিনিটে। জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা ছেড়েছে জামালপুরের উদ্দেশে। একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে সকাল ১০টা ১৫ মিনিটে। কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়েছে সকাল ১০টা ৩০ মিনিটে। রূপসী বাংলা এক্সপ্রেস (শহরতলী) বেনাপোলের উদ্দেশে ছেড়ে গেছে ১০টা ৪৫ মিনিটে। জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে সকাল ১১টা ১৫ মিনিট। নকশিকাঁথা এক্সপ্রেস (শহরতলী প্ল্যাটফর্ম থেকে) খুলনার উদ্দেশে ঢাকা ছেড়েছে সকাল ১১টা ২০ মিনিটে।
বিআলো/সবুজ