• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উজিরপুরে নৌকা বাইচে রোমাঞ্চ: সন্ধ্যা নদীর তীরে মানুষের ঢল 

     dailybangla 
    30th Oct 2025 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল : গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম প্রাণের উৎসব ‘নৌকা বাইচ’-এর রোমাঞ্চে মুখর ছিল বরিশালের উজিরপুর উপজেলা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার শিকারপুর কলেজের সামনে সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হয় “উজিরপুর নৌকা বাইচ ২০২৫” প্রতিযোগিতা।

    উপজেলা প্রশাসন, উজিরপুর ও উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের পরিচালক আসমা ফেরদৌসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি। শিকারপুর কলেজের সামনে থেকে শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম. এ. জলিল সেতু পর্যন্ত নদীপথজুড়ে চলে এই রোমাঞ্চকর নৌকা বাইচ।

    এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ৬টি বাচারি নৌকা। প্রতিটি নৌকার নামকরণ করা হয় বরিশালের কৃতী ব্যক্তিত্ব ও বীরদের নামে— শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, সেক্টর কমান্ডার মেজর এম. এ. জলিল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি সুফিয়া কামাল এবং জুলাই শহীদ।

    গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার নৌকা দলগুলো নেতৃত্ব দেন কালিপদ তালুকদার, লাজারেজ ফলিয়া, কিরণ মৃধা, সঞ্জয় রায়, শংকর বাড়ৈ ও সৈকত রায়। প্রতিযোগিতা শেষে সেক্টর কমান্ডার মেজর এম. এ. জলিল সেতুর ইচলাদী প্রান্তে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ দলকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। দিনব্যাপী এ আয়োজনে উজিরপুরজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের মতে, এই নৌকা বাইচ কেবল বিনোদন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের পুনর্জাগরণ এবং প্রজন্মান্তরে সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার এক উজ্জ্বল উদাহরণ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031