উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিক্ষার্থীর মৃত্যু, দগ্ধ অন্তত ৫৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিমানটি আছড়ে পড়ে। এতে বহু মানুষ আহত ও দগ্ধ হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই চারজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য দুজন সম্পর্কে বিস্তারিত এখনও পাওয়া যায়নি।
এছাড়া, আহত অন্তত ২০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরই দুর্ঘটনার শিকার হয়।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে-তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআলো/এফএইচএস