• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উত্তরায় বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ 

     dailybangla 
    03rd Oct 2024 8:17 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব সবসময় এ ধরণের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় আজ বৃহসপতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় র‌্যাব-১, ঢাকা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউছুল আজম এভিনিউ এলাকায় ডেভলপার কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে উক্ত প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী ও আরোও কতিপয় লোকজন বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অবৈধভাবে গুদামজাত করে রেখেছে।

    প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১) মোঃ সাইফুল ইসলাম (৪১), পিতা-মৃত জাকির হোসেন, মিরপুর, ডিএমপি, ঢাকা এবং ২) পবিত্র সাংমা (২২), পিতা- সুনিল সাংমা, থানা-ধোবাউড়া, জেলা- ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৫০০ বোতল (৪৫০ লিটার) বিদেশী মদ, ১৪২০ ক্যান (৪৬৮.৬ লিটার) বিদেশী বিয়ার এবং ০২ টি মোবাইল* ফোন উদ্ধার করা হয়।

    র‌্যাব জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031