উত্তরায় লেক খনন ও সবুজায়নের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: উত্তরা ১২ নম্বর সেক্টরের খাল পাড়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের নেতা মুহাম্মদ আফাজ উদ্দিন।
মানববন্ধনে আফাজ উদ্দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেক পুনঃখননের দাবি জানান। তিনি বলেন, উত্তরার বিভিন্ন খাল ও লেকের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা লেকগুলোর সৌন্দর্য নষ্ট করছে এবং পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। তিনি প্রশাসন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়ে বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনঃখনন, সবুজায়ন এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিতে হবে। আফাজ উদ্দিন আরও বলেন, ক্ষুদ্র হকারদের তালিকা করে বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করতে হবে, আমরা হকারদের বিরুদ্ধে নই।
মানববন্ধনে এলাকার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সৃষ্ট সমস্যা নিয়েও আলোকপাত করা হয়। আফাজ উদ্দিন অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই তুরাগ, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখানসহ উত্তরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে উত্তরা ১০, ১২, ১৩ ও ১৫ নম্বর সেক্টরের লেক ও ড্রেনগুলো আবর্জনায় ভরে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে।
এ সময় আফাজ উদ্দিন বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বিশ্বে নজির স্থাপন করেছিলেন। তার ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে খাল-নালা ও লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি চালানো হচ্ছে। আফাজ উদ্দিন আরও জানান, উত্তরার লেকগুলোর পাশে বনায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়ে পরিবেশবান্ধব আবাসিক এলাকা তৈরি করা সম্ভব। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সরকারি প্রকল্প হাতে নিয়ে লেক খনন ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে।
মানববন্ধনে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন, যা উত্তরা এলাকার পরিবেশ সচেতনতার প্রমাণ হিসেবে ধরা হয়েছে।
বিআলো/তুরাগ