উত্তরা ইউনিভার্সিটিতে প্রযুক্তির মহোৎসব, রোবো টেক অলিম্পিয়াড মাতাল তরুণ উদ্ভাবকরা
নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের অংশগ্রহণে জমজমাটভাবে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫’।
উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং রোবো টেক ভ্যালির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজনে উদ্ভাবনী চিন্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির দাপট ছিল চোখে পড়ার মতো।
শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০টি দল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল। প্রতিযোগিতাটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতার ১২টি ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্য ছিল—রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, রোবো ওয়ারস, সুমো রেস, ড্রোন রেসিং, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস, হ্যাকাথন, রোবট ইন মুভি এবং আইডিয়া কম্পিটিশন। এবারের অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সেরা ৪০ জনকে মোট ৬ লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়।
বিশেষ সংযোজন হিসেবে ছিল ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ও রোবটিক্স কুইজ, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বিশ্লেষণধর্মী চিন্তাকে আরো উসকে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, “তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের প্রতিভা বিশ্বদরবারে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, “এই অলিম্পিয়াড তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বাস্তবভিত্তিক সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার, বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, শিক্ষক ও কর্মকর্তা। আয়োজনে নেতৃত্ব দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুর রহমান।
বিশেষ ভূমিকা রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক মো. সুলতানুল ইসলাম, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন (ভারপ্রাপ্ত) ড. শাহ আহমেদ, এসোসিয়েট ডিন ড. মো. শাখাওয়াত জামান সরকার, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমানুল ইসলাম এবং আইটি ডিরেক্টর মো. এহসানুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহিদুল ইসলাম।
আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চাপ্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. ওবায়েদুর রহমান ও ড. কে এম আজহারুল হাসান। রোবো টেক ভ্যালির পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এ এস এম আহসানুল সরকার আকিব ও সিনিয়র কনসালটেন্ট ড. মো. আহসান হাবিব।
আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর থেকে এই অলিম্পিয়াডের পরিসর আরও বাড়ানো হবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া হবে।
বিআলো/তুরাগ