উত্তরা বিমান দুর্ঘটনা: দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ চলছে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা জানান, দগ্ধদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে।
তিনি বলেন, “আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটি প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরোনো ছিল। এর কারণ অনুসন্ধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ব্ল্যাকবক্স উদ্ধার করা গেলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
তিনি এ ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ পর্যন্ত দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন বলে জানান তিনি।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন উপদেষ্টা।
বিআলো/তুরাগ