উত্তর কোরিয়ায় কাছে ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া
dailybangla
04th Dec 2025 1:27 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ইচ্ছাকৃতভাবে সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছিলেন; আদালতে এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁর সরকারকে উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে হতে পারে বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং।
লি জানান, ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে অবস্থান নিলে রাজনৈতিক বিরোধের সুযোগ তৈরি হতে পারে।
ইউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রচারপত্র বহনকারী ড্রোন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। পরে তার ঘোষিত মার্শাল ল দেশজুড়ে তীব্র সংকট সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্ট সেটিকে অসাংবিধানিক ঘোষণা করে।
ইউনকে অভিশংসিত করে ক্ষমতাচ্যুত করা হয় এবং বর্তমানে তিনি বিদ্রোহসহ একাধিক মামলায় বিচারাধীন।
বিআলো/শিলি



