উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের কমিটি ঘোষনা, সভাপতি নয়ন মামুন, সম্পাদক নুসরাত জাহান নাবিলা
ফ্রান্সে বাংলাদেশী সংস্কৃতি প্রসারের নতুন উদ্যোগ
সালাম মাহমুদ: ফ্রান্সব্যাপী বাংলাদেশী সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত হলো উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স। সম্প্রতি প্যারিসের গার্দ নর্দে শাহ মিলনায়তন-এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণা করেন মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান, উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন (শাহআলম)। তিনি আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অজয় দাস, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ফাতেমা খাতুন, সহ-সভাপতি আখি দেবনাথ ও মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার ও অনিন্দিতা বড়ুয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক শর্মী মুৎসুদ্দি, আন্তর্জাতিক সম্পাদক চয়ন বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক শাফি হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জনপ্রিয় সংগীতশিল্পী সুমা দাস।
প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন সভায় বলেন, “আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। সম্প্রীতির মাধ্যমে সকলকে একত্রিত করা না হলে আমরা আমাদের সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে পারব না। ফ্রান্সে বেড়ে ওঠা আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়া আমাদের মূল দায়িত্ব। সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স ফ্রান্সের বাংলাদেশী সম্প্রদায়কে একত্রিত করে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া ফ্রান্সে বসবাসরত প্রজন্মের মধ্যে দেশের ঐতিহ্য, শিল্পকলা ও সাহিত্য চর্চা বাড়ানোও সংগঠনের অন্যতম লক্ষ্য।
সংগঠনটির সভাপতি নয়ন মামুন বলেন, “উদয়ন সাংস্কৃতিক সংগঠন শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না। আমরা বাংলাদেশী সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে ফ্রান্সে বসবাসরত সকল প্রজন্মের মধ্যে একতা ও সম্প্রীতি গড়ে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক নুসরাত জাহান নাবিলা জানান, নতুন কমিটি ইতিমধ্যেই কয়েকটি সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়া কর্মসূচি পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমরা সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, যাতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সঠিকভাবে জানে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যায়।”
উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের মাধ্যমে বাংলাদেশী সম্প্রদায় ফ্রান্সে সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারবে। সংগঠনটি ফ্রান্সে বসবাসরত তরুণদের জন্য সাংস্কৃতিক কর্মসূচি, সেমিনার ও কনসার্টের আয়োজন করার পাশাপাশি বাংলাদেশী ঐতিহ্য, সঙ্গীত ও শিল্পকলা সংরক্ষণ ও প্রচার করতে উদ্যোগী হবে।
বিআলো/তুরাগ